মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০১৬

সবই করি

পাগলা আমি পাগলামিটা আর করিনা
অভাব হলেও আর কখনো ধার করিনা
কারো কথায় আগের মতো আর নাচিনা
স্বপ্ন-ঘেরা দিনগুলোকে আর যাচি না
সবার জন্য বাঁচবো বলে আর বাঁচি না
সবার হাসির খোরাক হতে আর হাসি না
অসংগতি দেখলে পরেও আর কাঁশি না
ভালবাসি বলেই ভালো আর বাসি না
বেহিসাবী জীবন পথে আর চলি না
আপন পথের শপথ হতে আর টলি না
বেফাঁস কথা হাটের মাঝে আর বলি না
কুঁড়িয়ে কোনো কাঁন পেলেও আর মলি না
ডলা দেবার জিনিস পেলেও আর ডলি না
স্বপ্নগুলো মনের সূতায় আর বাঁধি না
হৃদয়-বীনে প্রেমের সুরটি আর সাধি না
লক্ষ-কোটি কষ্ট পেলেও আর কাঁদি না
আগের মতো কোনো কিছুই ফিল করি না
অহেতুক আর সময়গুলো কিল করি না
জীবন ঘুড়ির সূতোর নাটাই ঢিল করি না
অবাঞ্চিত কারো সাথেই ডিল করি না
স্বপ্নগুলো বাস্তবতায় মিল করি না
অনুভবের রং-তুলিতে রং করি না
দুঃখের মাঝে সুখে থাকার ঢং করি না
ছোট ছোট ব্যাপার গুলো লং করি না
হেঁড়ে গলায় বাথরুমেতে সং করি না
কিছুই আমি করি নাতা'ও হচ্ছে সবই করা
বারেবারে বাঁচতে গিয়ে হচ্ছে কেবল মরা
১৯.০৯.২০১৩

থাক্, বলবো না!

ফেলে আসা বিবর্ন সময়ে আলো ফেললে
তাতে কি বর্তমান আলোকিত হয়, হয় না
অতীত ভুলের আবর্জনা ঘাটলে
দুর্গন্ধই ছড়ায় কেবল
সুদীর্ঘ অবহেলায় পরিপাটি পথে
শ্যাওলার যে আস্তরণ পড়ে
তা পরিষ্কার করতে যাওয়া বিরম্বনাই শুধু
তবে কেন অনাহুত অতীতের জাবর কাটা
জ্বালাময় স্মৃতিকে বিস্মৃতির আস্তাকুড়ে ছুড়ে ফেলা
সেই কি ভালো নয়?
প্রতিটি বর্তমান ক্রমাগত অতীত হয়
বিবিধ বর্ণের অতীত, বহুবিধ জ্বালাময়
বিস্মৃতির আস্তাকুড় ভরে ওঠে স্মৃতির আবর্জনায়
অস্তিত্বের শংকা বাড়ে
দ্রোহের অনলে সবাক হতে চায় চিত্তের প্রকাশ
কী এক অসাড়তায় থমকে যায় পরক্ষণেই
বিস্মৃতির আবর্জনায় স্বত্ত্বাকেই বিলীন করতে
উদ্যত হয় মন
কী লাভ দ্রোহের বহিঃপ্রকাশে
থমকে যাওয়াই শ্রেয়তর হয়তো!
২০.০৯.২০১৬

শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০১৬

Turtledoves - Love Immortal (Knows No Rule)

You and me
Both are in love
Only God knows
We're turtledoves
Time's a barrier
Here on Earth
Why there's distance
In our birth
I know you're
The one for me
But, how can I express
My love for thee
In love and war
Everything's fair
I'm waiting for the day
When we'll share
Why not holy love
Makes us dare
God must allow
That we always care
Why do you fear
To express thy thee
I'm just waiting
For you to be free
Come on my sweetheart
Here in my arms
Let us share
The heavenly charms
Why do we waste
Our golden time
For holy love
That must be a crime
Don't hesitate
To make a decision
Losing time will
Break our passion
Break all barrier
Come on my love
As God's made us
Two turtledoves
16.09.2012

মেয়ে, তোমার মেয়ে হওয়াই পাপ!

ছোকড়া বুড়ো যাচ্ছে সবাই
প্রেমের স্রোতে ভেসে,
যখন তুমি মধুর করে 
উঠছো মেয়ে হেসে!
কারোর সাথে মিষ্টি কথন
তোমার কি আর সাজে!
পরশি মাসি, পাড়ার বুড়ি
বলবে তোমায় বাজে!
কেমন চলা, কেমন বলা
কেমন পরিধেয়,
এসব নিয়ে হচ্ছে দেদার
তোমায় করা হেয়!
মানুষতো নও, পণ্য তুমি
দেখছে যেমন লোকে,
নখ থেকে চূল সর্বদেহ
চাটছে তোমায় চোখে!
এটা নিষেধ সেটা নিষেধ
ওটাও করা বারণ,
পশুত্বকে করবে জাহির
শুধাও যদি কারন!
সহ্য করেই রইলে ভালো
নইলে পড়বে রোষে,
জন্ম তোমার আজন্ম পাপ
জীবণ ভরা দোষে!
০৫.০৯.২০১৬

দ্য ম্যানিম্যাল

আমরাকি শুধুই স্তন্যপায়ী মেরুদন্ডি অ্যানিম্যাল! 
সম্ভবত এর চাইতে ঢের অধিক কিছু 
প্রতিটি প্রাণীর অল্প কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে
অথচ হোমো স্যাপিয়েন্ছের বৈশিষ্ট্য অসীম
আবার একটার সাথে অপরটার বিস্তর তফাৎ
জ্যামিতির কোনো সূত্রেই
দুটি দ্বিপদী শ্বাপদকে সর্বসম প্রমাণ করা যাবে না
নিজেকে যদি স্বতন্ত্র ও নিরপেক্ষ (অবাস্তব!) পরিস্থিতিতে এনে
নিবিড় ভাবে বিশ্লেষণ করা যায়
দেখা যাবে
সৃষ্টির নিকৃষ্টতম প্রানীদের স্বভাবও
আমাদের মাঝে বিদ্যমান
পোকামাকড় থেকে শুরু করে
হিংস্রতম জানোয়ারের চরিত্রাবলিও ধারণ করি আমরা
একের মধ্যে বহুর সম্মিলন
ম্যানি অ্যানিম্যালস ইন ওয়ান
উই আর দ্য মিক্সচার অব অল বিস্টস্
দ্য বেস্ট বিস্ট অন আর্থ
দ্য ম্যানিম্যাল
বড়ই বৈচিত্র্যময় আমাদের গুনাবলীসমূহ(!)
বার্ডস আই ভিউ থেকে পর্যবেক্ষণ করলে
নিজেদের কর্মকান্ড দেখে
হয় মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে
"কি আজব চিড়িয়া আমরা!", বলে হাপিত্তেশ করে
নয়তো হাসতে হাসতে কুটিকুটি হয়ে
অকস্মাৎ স্ট্রোক করে
ত্যাগ করতে হবে অপ্রদর্শনীয় জান্তব দেহখানা
- হায় রে! তথাকথিত সৃষ্টির সেরা জীব(?)
- "আবে কইছে কুন হালায়! হ্যায় খাইয়া আইছে! না কি যাইয়া খাইবো!"