______ প্রদ্যোত
যে পথটি ছিলো দূর্বাঘাসের
আমাদের খুব চেনা,
সে পথটি আজ কালো পীচে মোড়া
সওদাগরের কেনা!
আমাদের খুব চেনা,
সে পথটি আজ কালো পীচে মোড়া
সওদাগরের কেনা!
যে আকাশ ছিলো দিনে নীলে নীল
রাতে আলোকিত চাঁদে,
সে আকাশ আজ কালো মেঘে ঢাকা
দিবানিশি শুধু কাঁদে!
রাতে আলোকিত চাঁদে,
সে আকাশ আজ কালো মেঘে ঢাকা
দিবানিশি শুধু কাঁদে!
যে বনানী ছিলো সবুজে সবুজ
ফুলে ফুলে সুবাসিত,
সে তরু লতারা শুকিয়েছে কবে
প্রানহীন ধূসরিত!
ফুলে ফুলে সুবাসিত,
সে তরু লতারা শুকিয়েছে কবে
প্রানহীন ধূসরিত!
যে নদীতে ছিলো উত্তাল ঢেউ
জলের সতত ধারা,
সে নদী আজকে মরুভূমি যেন
নিষ্প্রাণ গতিহারা!
জলের সতত ধারা,
সে নদী আজকে মরুভূমি যেন
নিষ্প্রাণ গতিহারা!
যে পাখি গাইতো ঘুমভাঙানিয়া
চির মোহনিয়া রবে,
সে পাখি কবেই উধাও হয়েছে
নাগরিক উৎসবে!
চির মোহনিয়া রবে,
সে পাখি কবেই উধাও হয়েছে
নাগরিক উৎসবে!
যে সময় ছিলো তোমার আমার
স্বপ্নের জালবোনা,
সে সময় গ্রাসে নিন্দিত ত্রাসে
শকুনের আনাগোনা!
স্বপ্নের জালবোনা,
সে সময় গ্রাসে নিন্দিত ত্রাসে
শকুনের আনাগোনা!
যে হৃদয়ে ছিলো প্রেম ভালবাসা
শব্দিত চিরকাল,
সে হৃদয় জুড়ে জমেছে কেবল
পার্থিব জঞ্জাল!
শব্দিত চিরকাল,
সে হৃদয় জুড়ে জমেছে কেবল
পার্থিব জঞ্জাল!
যে তুমি আমার যে আমি তোমার
জনম জনম ধরে,
এ জনমে এসে হয়ে গেছি পর
নিজেদের অনাদরে!
জনম জনম ধরে,
এ জনমে এসে হয়ে গেছি পর
নিজেদের অনাদরে!
২৪.০৫.২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন