বুধবার, মে ২৪, ২০১৭

বেকুব আলীর প্রেমিকারা(!)


_________ প্রইডিয়ট

প্রেম পাগলা বেকুব আলী
ডজন দুয়েক প্রেমে
বিষিয়ে ওঠে জীবন তবু
থাকেই না সে থেমে!
বিতৃষ্ণাতে একটা ছাড়ে
আর একটা ঠিক জোটে
নতুন প্রেমের জ্বালাতনেও
হাল ছাড়েনা মোটে!
তার সখীদের হরেক রকম
অ্যালার্জিটিক কর্মে,
বারেবারেই বিফলতার
আঘাত লাগে মর্মে!
একটা ছিল যৌনকাতর
কাজের বেলায় মৌন,
একটা ছিল ঘুমকাতুরে
ঘুম ছাড়া সব গৌন!
একটা ছিলো কুমড়োপটাশ
হাঁটতো হেলেদুলে,
একটা ছিলো পাটের কাঠি
হাগুর কালার চুলে!
একটা ছিলো বকবকানি
সিরিয়ালের পোকা,
একটা ছিলো গোমড়ামুখী
ভাব দেখানো বোকা!
একটা ছিলো ছিঁচকাঁদুনী
কথায় কথায় কান্না!
একটা ছিলো ফিল্মি ফ্রিক
প্রিয় নায়ক মান্না!
একটা ছিলো ঢঙ্গী খুবই
সবকিছুতেই ঢঙ!
একটা ছিলো বিউটি বক্স
মেকাপ করা সঙ!
একটা ছিলো মর্দা কিসিম
কন্ঠ ফাটা বাঁশ!
একটা ছিলো পেটের পীড়ায়
ভুগতো বারোমাস!
একটা ছিলো শর্ট টেম্পার্ড
মুহুর্তে অন গন!
সিজোফ্রেনিক অ্যটিটিউড
করতো সারাক্ষণ!
একটা ছিলো ভীষন মুডি
কথায় কথায় মুড!
একটা সে তো ফার্স্ট মিটিঙেই
করলো ফেলে ন্যুড!
একটা ছিলো সবজান্তা
বুঝতো দুলাইন ঢেড়!
একটা ছিলো চরিত্রহীন
পায়নি বেকুব টের!
একটা ছিলো টাইট ফিটিং-এর
একটা ছিলো ঢিলা,
একটা ছিলো শো-অফ করার
দেখিয়ে বুকের টিলা!
একটা ছিলো একরোখা খুব
সব কথা তার রাইট!
পান থেকে চুন খসলে পরে
জুড়েই দিতো ফাইট!
একটা ছিলো বেবোধ আবাল
একবারে না বোঝে!
একটা ছিলো সন্দেহ খুব
চরিত্রে খুঁত খোঁজে!
একটা ছিলো খুব পজেসিভ
স্বার্থ বোঝে আগে!
গছিয়ে নিতো সকল কিছু
যা লাগে তার ভাগে!
একটা ছিলো বদমেজাজি
আস্ত রাগের ভান্ড!
একটা ছিলো হাসতো শুধু
বাধিয়ে কুরু কান্ড!
একটা ছিলো খুঁতখুতে খুব
সব কিছুতেই উহ্!
একটা ছিলো খাশটে ভীষণ
গন্ধ! ওয়াক থুঃ!
একে একে বেকুব আলীর
বাড়ে প্রেমের লিস্টি!
চরিত্রহীন চরিত্রে তার
হরেক রঙের বৃষ্টি!
বকুব সেজে বেকুব আলীর
মিশন চলে নাইস!
মাইনক্যা চিপায় পড়বে যেদিন
সেদিন হবে সাইজ!

১৪.০৫.২০১৭

কোন মন্তব্য নেই: