মানুষ সংকীর্ণতা থেকে বেড়
হতে পারেনা ক্যানো!
আমি বুঝি না, আর বুঝতেও চাইনা
যথেষ্ট হয়েছে চল্লিশ বছরে!
আর নয়!
কখনই নয়!
নেভার এভার, ফরএভার!
আমি ফ্রোজেন!
হতে পারেনা ক্যানো!
আমি বুঝি না, আর বুঝতেও চাইনা
যথেষ্ট হয়েছে চল্লিশ বছরে!
আর নয়!
কখনই নয়!
নেভার এভার, ফরএভার!
আমি ফ্রোজেন!
সেই শৈশব কৈশোর যৌবনে
যা দেখেছি, যেমন দেখেছি যেভাবে দেখেছি -
ঠিক তেমনই সব, একই ধাঁচের
খোসা বদলালে নতুন সাপ হওয়া যায়না
শিং ভেঙ্গে যায়না হওয়া বাছুর
যা দেখেছি, যেমন দেখেছি যেভাবে দেখেছি -
ঠিক তেমনই সব, একই ধাঁচের
খোসা বদলালে নতুন সাপ হওয়া যায়না
শিং ভেঙ্গে যায়না হওয়া বাছুর
বেকুবদের বোঝাতে
কত শত মনীষী
শত সহস্র বছর ধরে
কত শত কর্মযজ্ঞে
নিরলস সাধনায়
বিলিয়েছে জ্ঞান
পথ নির্দেশিকা রেখে গেছে
উত্তরণের সিড়িতে সিড়িতে
কই কিচ্ছু হয়েছে?
আর কিছু হবেকি অনাগত দিনে!
আমি জেনে গ্যাছি কি হবে!
না!
বলবোনা কাউকেই কখনো
অন্তত কোনো দ্বিপদী শ্বাপদকেতো নয়ই
কত শত মনীষী
শত সহস্র বছর ধরে
কত শত কর্মযজ্ঞে
নিরলস সাধনায়
বিলিয়েছে জ্ঞান
পথ নির্দেশিকা রেখে গেছে
উত্তরণের সিড়িতে সিড়িতে
কই কিচ্ছু হয়েছে?
আর কিছু হবেকি অনাগত দিনে!
আমি জেনে গ্যাছি কি হবে!
না!
বলবোনা কাউকেই কখনো
অন্তত কোনো দ্বিপদী শ্বাপদকেতো নয়ই
© প্রদ্যোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন