ইনভিজিবল এইলিয়েন
পিটিং এবং কিটিং
আম গাছের এক
ডালের উপর সিটিং
আম গাছের এক
ডালের উপর সিটিং
জরুরি এক
করছিল যে মিটিং
বিষয় হলো
মানব জাতির ইটিং
করছিল যে মিটিং
বিষয় হলো
মানব জাতির ইটিং
পিটিং বলে, ‘বন্ধু,
তুমি অবাক হবে শুনে
কত্ত কিছু খায় যে মানুষ
পারবে না তা গুনে’
তুমি অবাক হবে শুনে
কত্ত কিছু খায় যে মানুষ
পারবে না তা গুনে’
‘বছর তিনেক
এর উপরই করছি গবেষণা
তুমি যখন এসেই গ্যাছো
জমবে আলোচনা’
এর উপরই করছি গবেষণা
তুমি যখন এসেই গ্যাছো
জমবে আলোচনা’
‘সর্বভুক এই ম্যানিম্যালটা
সব প্রানীদের সেরা
ভিতরেতে পোষে পশু
বাইরে পোশাক ঘেরা'
সব প্রানীদের সেরা
ভিতরেতে পোষে পশু
বাইরে পোশাক ঘেরা'
কিটিং শুনে কুঁচকে ভুঁরু
অবাক হয়ে বলে
'ক্যামন করে বলছ সেরা
স্বভাব এমন হলে!'
অবাক হয়ে বলে
'ক্যামন করে বলছ সেরা
স্বভাব এমন হলে!'
পিটিং বলে, ‘আর বলোনা
অবাক করা প্রাণী
খেতেই যেন আসছে ভবে
করছে হানাহানি'
অবাক করা প্রাণী
খেতেই যেন আসছে ভবে
করছে হানাহানি'
‘চলো না হয় দেখিয়ে আনি
মজা পাবে ঢের
কত্ত রকম চালচলন
এই আজব মানুষের’
মজা পাবে ঢের
কত্ত রকম চালচলন
এই আজব মানুষের’
‘আরে আরে ওই যে দ্যাখো
কয়টা মানব ছানা
গোল হয়ে সব খাচ্ছে টা কি
আছে তোমার জানা!'
কয়টা মানব ছানা
গোল হয়ে সব খাচ্ছে টা কি
আছে তোমার জানা!'
পিটিং এবং কিটিং গিয়ে
বসলো ওদের কাছে
দেখল একটা সাদা নল
সবার হাতেই আছে
বসলো ওদের কাছে
দেখল একটা সাদা নল
সবার হাতেই আছে
কিটিং বলে, ‘ নলগুলো কি
কামড়ে ওরা খাবে!'
পিটিং বলে, 'একটু দাড়াও
হাসির খোড়াক পাবে'
কামড়ে ওরা খাবে!'
পিটিং বলে, 'একটু দাড়াও
হাসির খোড়াক পাবে'
'বেড় হচ্ছে ধোঁয়া দ্যাখো
ওদের মুখের থেকে
আগুন বোধহয় জ্বলছে পেটে
ফায়ারব্রিগেড আনতে হবে ডেকে'
ওদের মুখের থেকে
আগুন বোধহয় জ্বলছে পেটে
ফায়ারব্রিগেড আনতে হবে ডেকে'
'আরে, না না দরকার নেই
খাচ্ছে ওরা বিড়ি
নেশার ছলে ওটাই ওদের
নরক যাবার সিড়ি'
খাচ্ছে ওরা বিড়ি
নেশার ছলে ওটাই ওদের
নরক যাবার সিড়ি'
'সত্যি ভাই আজব প্রাণীর
আজব খাবার-দাবার
আমার এতে আগ্রহ নেই
হলো সময় যাবার'
আজব খাবার-দাবার
আমার এতে আগ্রহ নেই
হলো সময় যাবার'
'তুমিই বরং এসব নিয়ে
করো গবেষণা
রিপোর্ট নিয়ে পরে না হয়
করবো আলোচনা'
করো গবেষণা
রিপোর্ট নিয়ে পরে না হয়
করবো আলোচনা'
পিটিং একাই থাকলো পরে
আজব পৃথিবীতে
আজব মানুষের খাবারের
তালিকা তৈরিতে ... ... (চলবে)
আজব পৃথিবীতে
আজব মানুষের খাবারের
তালিকা তৈরিতে ... ... (চলবে)
১২.১০.২০১২ © প্রদ্যোত
(প্রথম প্রকাশঃ গল্প-কবিতা ডট কম, ২০১২)
(প্রথম প্রকাশঃ গল্প-কবিতা ডট কম, ২০১২)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন