সোমবার, জুলাই ১৮, ২০১৬

হাসতা লা ভিস্তা

কেউ বদলায়না
না কোনো স্বজন, না কোনো আপন
সময়ের সাথে প্রকৃতি বদলায়
বদলায়না মানুষের পশুত্ব
গৃহপালিত প্রাণিদের মধ্যেও
মানবিক গুনাবলী বিকশিত হয়
অথচ, মানুষ ক্রমাগত পশুত্ব করে বরণ
বলে বলে স্বর নষ্ট করে ফেলেছি
কেউ কি বদলিয়েছে!
বদলাতে গিয়ে নিজে ক্ষত-বিক্ষত হয়েছি
বদলে পদে পদে বিকৃত হয়েছি
ধিকৃত হতে হয়েছে কখনোবা
ওদের পাশবিকতা ঠেকাতে নিজেকে করেছি পশু
তবেকি পাশবিকতাই শক্তিশালী!
এমন পাশবিক জীবন আমি চাই না
আমার প্রিয়তম পশুরা! ভালো থাকো
সর্বভুক শ্বাপদের মতো গোগ্রাসে গলাধকরণ করো
পাচ্য-অপাচ্য-গুরুপাক সব
আর কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাও
ঈশ্বর তোমাদের সহায় হোন
হাসতা লা ভিস্তা

 © প্রদ্যোত

কোন মন্তব্য নেই: