ঝাড়ু
চেনো, ঝাড়ু! ঠেঙ্গি, শরকি!
দাঁ চেনো! রামদা, বটি! খোন্তা, বল্লম, চাপাতি!
সুন্দরী বা গজারীর লাঠি নিশ্চই চেনো!
পূর্বপুরুষের কৃতকর্মের ধারাবাহিকতায় এক পা এগিয়েছ তো
হাড্ডি গুড়ো করে ফেলবো!
অনেক জ্বালাতন সহ্য করেছে আমার পূর্বপুরুষ
টানা চারটি দশক আমরা জানতেই পারিনি সত্য
সব সত্যকে চাপা দেয়ার নানাবিধ অপপ্রয়াস হয়েছে!
যারা তা করেছে হয় তারা মানসিক বিকারগ্রস্থ
নয়তো সংক্রামক ব্যাধি-আক্রান্ত ভারসাম্যহীন!
মুখে ফেনাতুলে আবোল-তাবোল কি বলে যায়
নিজেরাই বোঝে কিনা সন্দেহ!
অবশেষে প্রকাশ্যেই হয় দিগম্বর দশা!
দেখেও শেখোনা!
পৃথিবীতেই পেয়ে যেতে হয়
প্রতিটি কৃতকর্মের ফল!
তোমাদের অজ্ঞ বলে ধিক্কার দেবোনা
কারণ, তোমাদের আশৈশব নানা কৌশলে
ওদের স্বার্থ রক্ষার জন্য অজ্ঞ করে রাখা হয়েছে!
এখনো সময় আছে
ভুজুং ভাজুং ছেড়ে
অজ্ঞতার শৃঙ্খল ভেঙ্গে আলোতে আসো
ইতিহাসের মাঝ্ডালে বাঁদর-ঝোলা ঝুলোনা!
সন্ধান করো শেকড়ের
জানো প্রকৃত ইতিহাস
মুর্খ্যের মতো বিকৃত ধারায় নষ্ট হয়োনা!
নষ্ট করোনা কষ্টার্জিত স্বাধীনতা আর
তোমার-আমার দেশের ধন সম্পদ সম্ভ্রম!
আর যদি একান্ত এক্গুয়েমিতেই থাকো!
বলেছি না!
লাঠি, ঠেঙ্গি, সুন্দরীর কঁচা!
হাড্ডি গুড়ো করে ফেলবো!
সুন্দরী বা গজারীর লাঠি নিশ্চই চেনো!
পূর্বপুরুষের কৃতকর্মের ধারাবাহিকতায় এক পা এগিয়েছ তো
হাড্ডি গুড়ো করে ফেলবো!
অনেক জ্বালাতন সহ্য করেছে আমার পূর্বপুরুষ
টানা চারটি দশক আমরা জানতেই পারিনি সত্য
সব সত্যকে চাপা দেয়ার নানাবিধ অপপ্রয়াস হয়েছে!
যারা তা করেছে হয় তারা মানসিক বিকারগ্রস্থ
নয়তো সংক্রামক ব্যাধি-আক্রান্ত ভারসাম্যহীন!
মুখে ফেনাতুলে আবোল-তাবোল কি বলে যায়
নিজেরাই বোঝে কিনা সন্দেহ!
অবশেষে প্রকাশ্যেই হয় দিগম্বর দশা!
দেখেও শেখোনা!
পৃথিবীতেই পেয়ে যেতে হয়
প্রতিটি কৃতকর্মের ফল!
তোমাদের অজ্ঞ বলে ধিক্কার দেবোনা
কারণ, তোমাদের আশৈশব নানা কৌশলে
ওদের স্বার্থ রক্ষার জন্য অজ্ঞ করে রাখা হয়েছে!
এখনো সময় আছে
ভুজুং ভাজুং ছেড়ে
অজ্ঞতার শৃঙ্খল ভেঙ্গে আলোতে আসো
ইতিহাসের মাঝ্ডালে বাঁদর-ঝোলা ঝুলোনা!
সন্ধান করো শেকড়ের
জানো প্রকৃত ইতিহাস
মুর্খ্যের মতো বিকৃত ধারায় নষ্ট হয়োনা!
নষ্ট করোনা কষ্টার্জিত স্বাধীনতা আর
তোমার-আমার দেশের ধন সম্পদ সম্ভ্রম!
আর যদি একান্ত এক্গুয়েমিতেই থাকো!
বলেছি না!
লাঠি, ঠেঙ্গি, সুন্দরীর কঁচা!
হাড্ডি গুড়ো করে ফেলবো!
●●● প্রদ্যোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন