সোমবার, জুলাই ১৮, ২০১৬

পালাবেন না, প্লিজ!

আজ যদি এখানে একটি বোমা ফাঁটে -
কিংবা কোনো দানবের
রক্তলোলুপ জারজ সন্তান
ঝাঁপিয়ে পড়ে এই মঞ্চে -
আমি জানি, পালাবে সবাই।
পাঞ্জাবীকে মালকোঁচার মতো গিট্টুদিয়ে,
শাড়ী-ওড়না কোমরে পেঁচিয়ে
নেংটি ইঁদুরের মত দেবে দৌড়!
জানি একথা শুনেও দাঁত-মুখ
খিঁচবে কেউ কেউ!
অথচ অবশ্যই পালাবে -
কোনো অশনির আলামতে।
আর কতদিন এভাবে পালিয়ে বাঁচা!
কেউ কি একবার ভেবে দেখেছেন -
মৃত্যুভয়ে পালাতে গেলেই
মৃত্যুর সম্ভাবনা বেশি
অস্ত্রের বিপরীতে ছুটলেই টার্গেট হতে হয়।
অস্ত্রের দিকে ছুটলে মরে কজন?
দশ, বিশ, পঞ্চাশ!
অথচ পালাতে গেলেই
তা হাজারের কোটায়।
পলায়নপর ভীরুদের বলছি,
একটু সাহসী হোন
কণ্ঠ তুলুন অন্যায়ের বিরুদ্ধে
এগিয়ে আসুন শত্রুর মুখোমুখি।
ওরা হাতেগোনা কয়েকজন,
আর আমরা কোটি সন্তান বাংলা মায়ের
মায়ের অস্তিত্ব রক্ষার এই শেষ সময়
আজ যদি এখানে একটি বোমা ফাঁটে -
কেউ পালাবেন না, প্লিজ!

কোন মন্তব্য নেই: