আশৈশব আমরা কেবল
ক্ষুধার জ্বালায় মরি,
যেথায় যা পাই, তা সবই খাই
খাবার পেলে হুমড়ি খেয়ে পড়ি।
ক্ষুধার জ্বালায় মরি,
যেথায় যা পাই, তা সবই খাই
খাবার পেলে হুমড়ি খেয়ে পড়ি।
বড় পেটের বড্ড ক্ষুধা
খাচ্ছে বাড়ি-গাড়ি,
তাপরেও মেটেনা সাধ
চাচ্ছে কাড়ি কাড়ি।
খাচ্ছে বাড়ি-গাড়ি,
তাপরেও মেটেনা সাধ
চাচ্ছে কাড়ি কাড়ি।
ছোট্ট খোকার দুধের তৃষা
মায়ের কোলের মাঝে,
গরুর দুধে ফিডার ভরে
মা চলে যায় কাজে।
মায়ের কোলের মাঝে,
গরুর দুধে ফিডার ভরে
মা চলে যায় কাজে।
কারো ক্ষুধা জমি দখল
কারো ক্ষুধা মানি,
কারো আবার যৌনক্ষুধা
রাতের মক্ষীরাণী।
কারো ক্ষুধা মানি,
কারো আবার যৌনক্ষুধা
রাতের মক্ষীরাণী।
নিরন্নেরই ক্ষুধা পেটের
চায় দু-বেলা ভাত,
ফুটপাথের ঐ পাগলীটার
ক্ষুধায় কাটে রাত।
চায় দু-বেলা ভাত,
ফুটপাথের ঐ পাগলীটার
ক্ষুধায় কাটে রাত।
ক্ষুধার জ্বালায় কেউ খায় ঘুষ,
ক্ষুধায় ক্ষুধায় সবাই বেহুঁস।
ক্ষুধাই যেন মানব জাতির
একটি মাত্র ধ্যান,
আকন্ঠ পান করে বলে কেউ
আরো খানিক দ্যান!
ক্ষুধায় ক্ষুধায় সবাই বেহুঁস।
ক্ষুধাই যেন মানব জাতির
একটি মাত্র ধ্যান,
আকন্ঠ পান করে বলে কেউ
আরো খানিক দ্যান!
কত্তো ক্ষুধা আশেপাশে
হয়না লিখে শেষ,
সিংহাসনের ক্ষুধায় কেউবা
খাচ্ছে বাংলাদেশ!
হয়না লিখে শেষ,
সিংহাসনের ক্ষুধায় কেউবা
খাচ্ছে বাংলাদেশ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন