সোমবার, জুলাই ১৮, ২০১৬

চাইনা কারো প্রেম

আমার কথারা শুধু নির্বাক, জ্বালাময় -
অন্ধকারে খোঁজে আলোর দিশা,
সহস্র অনুভূতি; জীবনের কারাগারে, 
গুমরে কেঁদে মরে, বাড়ায় তৃষা।
আমার কামনা শুধু মরীচিকা দেখেদেখে
হারায় যে চেনাপথ, সূর্যের দিন,
বেদনার-মালা পরে, আমার বাসর-ঘরে -
একা আমি বসে থাকি, সঙ্গী-বিহীন।
আমি চাইনা, চাইনা কারো প্রেম
ওগো সুন্দর পৃথিবী!
আমার ভালবাসা -
সবটুকু তোমায় দিলেম।
কেন শুধু বিস্বাদে, আমার জীবন-পথে
আগাছারা বেড়ে ওঠে কণ্টকিত,
সঞ্চিত যত কথা, বাড়ায় মনের ব্যথা -
বেদনার নাগপাশে জর্জরিত।
তবুও বাঁচবো বলে, নতুন স্বপ্নে কোনো
শোধ করে দিয়ে সব ভালবাসা-ঋণ,
নিঃসঙ্গতা থাকে, আমার সঙ্গী হয়ে -
অনন্ত অনুভবে, রাত্রি ও দিন।
আমি চাইনা, চাইনা কারো প্রেম
ওগো সুন্দর পৃথিবী!
আমার ভালবাসা -
সবটুকু তোমায় দিলেম।।

© প্রদ্যোত

কোন মন্তব্য নেই: