লইছি চাঞ্চ
দিস্ ইজ দ্য ট্রিবিউট টু "চালাই যা"
দিস্ ইজ দ্য ট্রিবিউট টু "চালাই যা"
চেহারাডারে ইয়ো বানাইয়া,
হানি সিং-কাটিং চুলডা ছাডাইয়া,
হাত-কান-গলাতে গয়না লাগাইয়া,
গন্ধ শরীরে পারফিউম মাখাইয়া (২)
হাত-কান-গলাতে গয়না লাগাইয়া,
গন্ধ শরীরে পারফিউম মাখাইয়া (২)
ডিনারে করি লাঞ্চ, চালাই যা!
লমু লমুই চাঞ্চ, চালাই যা! (২)
লমু লমুই চাঞ্চ, চালাই যা! (২)
লইছি চাঞ্চ, লইছি চাঞ্চ ... ... (১৬)
ভাব আছে বাইরে ভিতরডা ফাঁকা,
উড়াই বাপের অবৈধ টাকা,
সাত বাই চব্বিশ ফিলিংসে থাকা,
ডিলিংসের পথ সবগুলা বাঁকা (২)
উড়াই বাপের অবৈধ টাকা,
সাত বাই চব্বিশ ফিলিংসে থাকা,
ডিলিংসের পথ সবগুলা বাঁকা (২)
আমিতো হালায় এই যুগের মামু,
মৌজ-মাস্তিতে জীবন কাডামু,
ক্যাঠায় হুনবো কোন হালার বাণী,
আমিতো শমশের, সবকিছু জানি,
আজাইরা কামের আমিতো গুরু,
শেষ হওয়ার পর করমুইতো শুরু,
আমার দলে ড্যুড আছো যতো,
আসো লাফাই ব্যাঙের মতো।
মৌজ-মাস্তিতে জীবন কাডামু,
ক্যাঠায় হুনবো কোন হালার বাণী,
আমিতো শমশের, সবকিছু জানি,
আজাইরা কামের আমিতো গুরু,
শেষ হওয়ার পর করমুইতো শুরু,
আমার দলে ড্যুড আছো যতো,
আসো লাফাই ব্যাঙের মতো।
১৬.০৫.২০১৫ © প্রদ্যোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন