যেখানে স্বাধীনতার
পয়তাল্লিশ বছর পরও
পয়তাল্লিশ বছর পরও
পরাজিত শক্তির দোসরদের পৈশাচিক দাপটে
তটস্থ থাকতে হয় প্রতিনিয়ত
সেখানে কিসের বিজয়! কিসের স্বাধীনতা!
তটস্থ থাকতে হয় প্রতিনিয়ত
সেখানে কিসের বিজয়! কিসের স্বাধীনতা!
যেদিন একটিও দেশদ্রোহী থাকবেনা এই মাটিতে
সেদিন বুঝবো স্বাধীনতাএসেছে!
প্রতিটি মানুষের মনে পরিপূর্ণ দেশপ্রেম জন্মালে
বুঝবো স্বাধীনতা এসেছে!
ষোলো কোটি মানুষের মৌলিক চাহিদা মিটলে
বুঝবো স্বাধীনতা এসেছে!
সবাই সমস্বরে যেদিন জাতীয় সংগীত গাইবে
সেদিন বুঝবো স্বাধীনতা এসেছে!
সেদিন বুঝবো স্বাধীনতাএসেছে!
প্রতিটি মানুষের মনে পরিপূর্ণ দেশপ্রেম জন্মালে
বুঝবো স্বাধীনতা এসেছে!
ষোলো কোটি মানুষের মৌলিক চাহিদা মিটলে
বুঝবো স্বাধীনতা এসেছে!
সবাই সমস্বরে যেদিন জাতীয় সংগীত গাইবে
সেদিন বুঝবো স্বাধীনতা এসেছে!
ভীত সন্ত্রস্থ হয়ে স্বাধীনতা উৎসবে
জাতীয় সংগীত গাইতে চাইনা আর!
জাতীয় সংগীত গাইতে চাইনা আর!
© প্রদ্যোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন