একটি কলি ফুটেছিলো
সবুজ-শ্যামল দেশে,
আলোর শিশু এসেছিলো
আলোর হাসি হেসে।
সবুজ-শ্যামল দেশে,
আলোর শিশু এসেছিলো
আলোর হাসি হেসে।
সেই আলোটা ক্রমেক্রমে
আলোর তুফান হয়ে,
ছড়িয়ে গেল সকলখানে
পড়লো আঁধার ক্ষয়ে।
আলোর তুফান হয়ে,
ছড়িয়ে গেল সকলখানে
পড়লো আঁধার ক্ষয়ে।
সবার প্রিয় আলোর কবি
বজ্রপাতের মতো,
বজ্রকন্ঠে ঝংকার তুলে
সরায় আঁধার যতো।
বজ্রপাতের মতো,
বজ্রকন্ঠে ঝংকার তুলে
সরায় আঁধার যতো।
আলোয় আলোয় সৃষ্টি হলো
আলোর সমুদ্দুর,
আলোর নাওয়ে সওয়ার হলো
আলোর মুজিবুর।
আলোর সমুদ্দুর,
আলোর নাওয়ে সওয়ার হলো
আলোর মুজিবুর।
তার জ্যোতিতে সজাগ হলো
মুক্তিকামী প্রাণ,
দৃপ্তকণ্ঠে গাইলো সবাই
স্বাধীণতার গান।
মুক্তিকামী প্রাণ,
দৃপ্তকণ্ঠে গাইলো সবাই
স্বাধীণতার গান।
আমরা যারা আজকে শিশু
স্বাধীণ বাংলাদেশে,
ঘুমায় বুকে জাতির পিতা
স্নিগ্ধ হাসি হেসে।
স্বাধীণ বাংলাদেশে,
ঘুমায় বুকে জাতির পিতা
স্নিগ্ধ হাসি হেসে।
আমরা যখন তরুণ হবো
ঘুম ভাঙাবো তার,
মিটাবো সব স্বপ্ন-আশা
সোনালী বাংলার।
ঘুম ভাঙাবো তার,
মিটাবো সব স্বপ্ন-আশা
সোনালী বাংলার।
(১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ছোটদের জন্য রচিত)
০৩.০২.২০১৫ © প্রদ্যোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন