বিবিধ পথের শেষ সীমাবধি
বৃথা ভ্রমে বহুবার
ঘুরে ফিরেছি যে অবিরত আমি
আকুতিতে আত্মার
বৃথা ভ্রমে বহুবার
ঘুরে ফিরেছি যে অবিরত আমি
আকুতিতে আত্মার
কোথাও পাইনি বিন্দু তৃপ্তি
শান্তি বিন্দু পলে
তাই ফিরে আমি এসেছি আবার
আপন হৃদয়-স্থলে
শান্তি বিন্দু পলে
তাই ফিরে আমি এসেছি আবার
আপন হৃদয়-স্থলে
এখানেই জানি পাবো যে আমার
শ্বাশত আমিটাকে
ঘুরেছি শতত বহুক্রোশ পথ
চিনিনি যে আপনাকে
শ্বাশত আমিটাকে
ঘুরেছি শতত বহুক্রোশ পথ
চিনিনি যে আপনাকে
বিবিধ পথের যাতনা কত যে
ক্রমে ক্রমে ক্ষয়ে মোরে
নিয়েছে টেনে যে অচ্ছুত লভিতে
বিবিধ নেশার ঘোরে
ক্রমে ক্রমে ক্ষয়ে মোরে
নিয়েছে টেনে যে অচ্ছুত লভিতে
বিবিধ নেশার ঘোরে
এখন আমি আপনার প্রেমে
নিমগ্ন মহাধ্যানে
ঈশ্বর কভু দুরেতো থাকে না
থাকে আপনার প্রাণে
নিমগ্ন মহাধ্যানে
ঈশ্বর কভু দুরেতো থাকে না
থাকে আপনার প্রাণে
তারেই লভিতে তারেই পূজিতে
তারেই করতে জ্ঞান
আগামীর ক্ষণ যতটুকু মোর
করবো আত্মধ্যান
তারেই করতে জ্ঞান
আগামীর ক্ষণ যতটুকু মোর
করবো আত্মধ্যান
সুনিবিড় ধ্যানে মগ্ন হলেই
তারেই পাবো যে আমি
আমি জেনে গেছি হৃদয় মাঝারে
বিরাজিত মহাস্বামী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন