ইনভিজিবল এইলিয়েন
কিটিং এবং পিটিং
হরেক রকম গবেষণায়
করছে ধরায় মিটিং
হরেক রকম গবেষণায়
করছে ধরায় মিটিং
বছর চারেক জগত জুড়ে
লক্ষ রিসার্চ পরে
ভাবছে ভালো করবে কিছু
মানুষ ট্রিটিং করে
লক্ষ রিসার্চ পরে
ভাবছে ভালো করবে কিছু
মানুষ ট্রিটিং করে
এই প্রাণীটা ট্রিট করাতো
নয়কো সহজ পার্ট
তাইতো ওদের জগত থেকে
এনেছে এক্সপার্ট
নয়কো সহজ পার্ট
তাইতো ওদের জগত থেকে
এনেছে এক্সপার্ট
সাথে আছে অগনিত
সায়েন্স সরঞ্জাম
যাতে আবাস যোগ্য করা
যায় এ ধরাধাম
সায়েন্স সরঞ্জাম
যাতে আবাস যোগ্য করা
যায় এ ধরাধাম
মানুষ ম্যানিম্যালটা যদিও
নয় পুরোটাই ডার্ট
তারপরেও সিস্টেমে তার
লাগবে রিস্টার্ট
নয় পুরোটাই ডার্ট
তারপরেও সিস্টেমে তার
লাগবে রিস্টার্ট
করতে সেটা দূর-দুনিয়ার
রে-তে হবে হিটিং
নিউরোনগুলো রিফর্ম হলে
ফাইনালি সব ফিটিং
রে-তে হবে হিটিং
নিউরোনগুলো রিফর্ম হলে
ফাইনালি সব ফিটিং
অকস্মাৎই বদলে যাবে
মানুষের হালচাল
একদেশ আর অন্য দেশকে
করবেনা বানচাল
মানুষের হালচাল
একদেশ আর অন্য দেশকে
করবেনা বানচাল
জাগতিক সব কামনা বাসনা
গৌনতর হবে
জাতি সমাজ ধর্ম বর্ণে
বন্ধু সবাই রবে
গৌনতর হবে
জাতি সমাজ ধর্ম বর্ণে
বন্ধু সবাই রবে
সীমারেখা আর অস্ত্র-বারুদ
থাকবেনা কোনখানে
ভালবাসা শুধু সুরভি ছড়াবে
সকল মানব প্রাণে
থাকবেনা কোনখানে
ভালবাসা শুধু সুরভি ছড়াবে
সকল মানব প্রাণে
বিপরীত যত অনুভুতি আছে
মিলাবে সকল শুন্যে
সকল হৃদয় পূর্ণ হবে
মহিমান্বিত পুন্যে
মিলাবে সকল শুন্যে
সকল হৃদয় পূর্ণ হবে
মহিমান্বিত পুন্যে
ধন্য তোমরা প্রিয় এইলিয়েন
কিটিং এবং পিটিং
মিশনটা যদি সাকসেস হয়
করব সবাই গ্রিটিং ... ... (চলবে)
কিটিং এবং পিটিং
মিশনটা যদি সাকসেস হয়
করব সবাই গ্রিটিং ... ... (চলবে)
১৫.০৮.২০১৪ © প্রদ্যোত
(প্রথম প্রকাশঃ গল্প-কবিতা ডট কম, সেপ্টেম্বর ২০১৪)
(প্রথম প্রকাশঃ গল্প-কবিতা ডট কম, সেপ্টেম্বর ২০১৪)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন