সোমবার, জুলাই ১৮, ২০১৬

ভালবাসা নদী হলে

ভালবাসা নদী হতো যদি
তুমি হতে দুই কূল,
আমি তার বারি।
কলতান মুখরিত তরঙ্গে আমার -
বাঁজতো মিলণ-বীণ,
নিশি-দিন।
গাঙচিল হতো পুলকিত,
সেই সুর অঙ্গে সঞ্চারী।


© প্রদ্যোত

কোন মন্তব্য নেই: