মঙ্গলবার, জুলাই ১৯, ২০১৬

দেহজ প্রেম্যালার্জি

তোমার স্ট্রাকচার, মেইক আপ, গেট আপ, সেট আপ
যতোই চিত্তাকর্ষক হোক না ক্যানো
আমাকে যৎসামান্যই পুলকিত করে
এবং তাও খুবই অল্প সময়ের জন্য
তাই বলে আমি অক্ষম নই
আমার সকল ইন্দ্রিয়ই সজাগ
এবং একটু বেশি সজাগ বলেই যতো বিপত্তি
হয়তো কোনো রোমানন্টিক কবি
তোমার কেশ বিন্যাস নিয়ে
মহাকাব্য রচনা করে ফেলবে
আমি ভাববো নিয়মিত শ্যাম্পু
কন্ডিশনার ব্যবহার করো কিনা
খুসকি আর উকুনের দৌরাত্ম্য কতোটা সেখানে
পটল চেরা চোখের গভীরে প্রশান্ত
জলাশয় খুঁজবে কবি
আমি দেখবো চোখে পিচুটি আছে কিনা
কল্পনা প্রবন কবিদের শব্দালংকার
আলোড়িত করবে না আমাকে
ওরা দুর থেকে দেখেই কল্প-স্বর্গ রচনা করে
আমি রিয়েলিটিতে রিয়েল কাউকে খুঁজি
ভিজুয়্যাল পারফেকশন আমাকে
সেনজুয়াল স্যাটিসফেকশন দেয় না
তাইতো আমি ভাবি
নিয়মিত নাক-কানের ময়লা পরিষ্কার করো কিনা
দাঁত কয়বার ব্রাশ করো
দাঁতে পাইরিয়া আছে কিনা
নিঃশ্বাসে দুর্গন্ধ ছড়ায় কিনা
ত্বকে কয় স্তরের পুরু ময়লার আস্তরন জমেছে
আন্ডার আর্ম কতোদিন পরিষ্কার করোনা
ঘামে ভেজা শরীরে ব্যাকটেরিয়া
আর পারফিউমের ককটেল কতোটা কটু
নখের ময়লায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাবে কী
কোষ্ঠকাঠিন্য, পাইলস, ফেস্টুলা, লিউকোরিয়া
তোমার কতোটা আপন
দাউদ, এ্যাকজিমা, খুঁজলি'র সাথে
ক্যামন সখ্যতা তোমার
হাইজিনের ক্ষেত্রে কতোটা সচেতন তুমি
আমি ভাববো পায়ের গোড়ালি ফাটে কিনা
নখের কোনে চিপা হয়েছে নাকি
আমি জানতে চাই
তুমি পাবলিকলি নাক-কানের ময়লা ঘাটানো কিংবা দাঁত খিলাল করো নাকি
সজোরে হাঁচি দিয়ে দুই হাত ডলো কিনা
সর্দি কফ প্রকাশ্যে ঝাড়ো
গ্যাস নির্গমনের বেলায় নিশ্চই জানান দাওনা
প্রতিদিন স্নান করোতো
আন্ডার গার্মেন্টস প্রতিবার
ব্যবহারের পর পরিষ্কার করো কিনা
ধোয়া পোষাক কয়বার ব্যবহার হয়
মোজা থেকে উৎকট গন্ধ নিশ্চই ছড়ায়
আচ্ছা ঘুমের সময় কী নাক ডাকো
আমার এ্যালার্জি আমায় কারো
প্রতি আকৃষ্ট হতে দেয় না

০২.০৪.২০১৫  © প্রদ্যোত

কোন মন্তব্য নেই: