ছন্দের রাজ্যেতে
ছন্দেরই গোলমাল,
কবিতার লাইন যেন
ড্রেনের জঞ্জাল।
ড্রেনের জঞ্জাল।
আবেগের বিভ্রাট,
বেসামাল ছন্দ,
কবিতার দেহ হতে
আসে দুর্গন্ধ।
বেসামাল ছন্দ,
কবিতার দেহ হতে
আসে দুর্গন্ধ।
দেশ জুড়ে আছে যত
হবু গবু কবি,
কাকের বকের ঠ্যাং
লেখে তারা সবই ।
হবু গবু কবি,
কাকের বকের ঠ্যাং
লেখে তারা সবই ।
বাথরুমে, টয়লেটে
কবিতার ছড়াছড়ি,
প্রেমে ছেঁকা খেয়েইত
কবিতায় হাতেখড়ি।
কবিতার ছড়াছড়ি,
প্রেমে ছেঁকা খেয়েইত
কবিতায় হাতেখড়ি।
ওভারলোড হয়ে গেছে
কবিতার ভাণ্ড,
ফেদুরামও লেখে হায়!
এ কেমন কাণ্ড!
কবিতার ভাণ্ড,
ফেদুরামও লেখে হায়!
এ কেমন কাণ্ড!
- প্রদ্যোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন