মঙ্গলবার, জুলাই ১৯, ২০১৬

fool'stop

সব বোঝা শ্যাষ!
সব জানা যদিও হয়নাই,
বুঝতে পারি হবে টা কী!
ঘোড়ার ডিম, কাঁচকলা, আন্ডা, ছাই!
সব শালারে চিন্ন্যা ফ্যাল্যাইছি
এহনও কিছু কইতাছিনা
সময় আসতাছে আমারও
তয় কিছুই কমুনা কাউরেই
বোধ থাকলে নিজেরাই বুঝবো
এখন থাইক্যা পুরা fool'stop!
কি যে মাইনক্যা চিপায় পরছি
আর চাঞ্চে সব শালায় ... ... (!)
দিন আমারও আইতাছে
আরো ফালাফালি কইরা লও
তয় চক্ষুর পাওয়ারডা ঠিক রাইখো
নইলে দ্যাখবা ক্যামনে
ভাওতাবাজি, ভুজুং-ভাজুং ছাড়ো
আমার পাপ আর ভুলের
সব হিসাব-নিকাশ আমার জানা
মাশুলও গুনছি কড়ায়-গন্ডায়
হাড্ডিতে হাড্ডিতে ট্যার পাইছি
পাপের শাস্তি কারে কয়
আর অল্প একটু বাকি
হেয়ার পর আমি ফ্রি
ফ্রি মানে বোঝো?
না, বুঝামুনা! বুইঝ্যা লইও!
তোমরা মানুষ হইলে বুঝাইতাম
তোমাগো দিকে চাইলেতো
সব জানোয়ার দেহি!
এহন রেডি হও,
তোমাগো পালা আইতাছে
যা যা করছো, তার রেজাল্ট লইয়াই
পরপারের ভিসা পাইবা
ঐপাড়ের উনিতো মহান,
সব মাফ কইরা দিবো!
কিন্তু তোমরা সাইজ হইবা এইপাড়েই!
আমি আর কিচ্ছু কমুনা!
এই হানেই fool'stop!

© প্রদ্যোত

কোন মন্তব্য নেই: